ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

২ স্পিডবোটের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
২ স্পিডবোটের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলনিউজকে জানান, শিবালয়ের আরিচা থেকে যাত্রী নিয়ে একটি স্পিডবোট পাবনার কাজিরহাটের দিকে যাচ্ছিলো।

এসময় বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি স্পিডবোটের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে অজ্ঞাত এক যুবকের মৃত্যু ও তিনজন নিখোঁজ হয়।

এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে এবং নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে বলেও জানান ওসি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।