ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরশুরামে পানিতে ডুবে ট্রলিচালকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
পরশুরামে পানিতে ডুবে ট্রলিচালকের মৃত্যু দুর্ঘটনা কবলিত পাওয়ার ট্রলি। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় পাওয়ার ট্রলিসহ পুকুরের পানিতে ডুবে হামিদ (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের উত্তর টেটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। হামিদ ওই গ্রামের জাফর আম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে পাওয়ার ট্রলি নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের পুকুরে পানিতে পড়ে যান হামিদ। এসময় ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে গ্রামবাসী পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৮
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।