গত তিনদিনে পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছিল। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার (২৯ ডিসেম্বর) ৫ দশমিক ৮ ডিগ্রিতে নেমে এসেছে তাপমাত্রা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক ফজলের রহমান বাংলানিউজকে জানান, শনিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৭ ডিগ্রি এবং বিকেল ৬টা পর্যন্ত সর্বচ্চ রেকর্ড করা হয়েছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
এর আগে, বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় বলে জানান তিনি।
এদিকে, রাত পেরোলেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে ক্ষণ গুণছেন পঞ্চগড়ের মানুষ।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এনটি