ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
নাটোরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে ভাতিজার ছুরিকাঘাতে হোসেন আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন। 

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বাংলানিউজকে জানান, চাচা-ভাতিজার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্ব ছিল। সকালে ভোট দিয়ে আসার সময় এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা রতন চাচা হোসেন আলীকে ‍ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়।  

সংশ্লিষ্ট সমসখলসী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নয়ন চন্দ্র প্রামাণিক জানান, ছুরিকাঘাতের ঘটনা কেন্দ্র থেকে অন্তত এক কিলোমিটার দূরে হওয়ায় ভোট কেন্দ্রে এর কোনো প্রভাব পড়েনি। কেন্দ্রের মোট দুই হাজার ২১৭ জন ভোটারের মধ্যে বেলা ১২টা পর্যন্ত ৪২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, রতনের স্ত্রীর ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র তার চাচা হোসেন আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে রতন হোসেন আলীকে ছুরিকাঘাত করে।

তবে নির্বাচনের সঙ্গে এ ঘটনার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮/আপডেট ১৪১৮ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।