ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
পেকুয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে ছাত্রলীগ কর্মী নিহত

কক্সবাজার: ভোটগ্রহণ শুরুর তিন ঘণ্টার মাথায় কক্সবাজার জেলার পেকুয়া রাজাখালী ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ আল ফারুক (২৪) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছে।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুল করিম।

মাহবুবুল করিম বাংলানিউজকে বলেন, ‘রাজাখালী ইউনিয়নে মাতব্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল্লাহ আল ফারুক নামে এক যুবক নিহত হয়েছে। ’

এদিকে আব্দুল্লাহ আল ফারুককে ছাত্রলীগ কর্মী বলে দাবি করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর আলম।

তবে বিএনপির প্রার্থী হাসিনা আহমদের দাবি, আব্দুল্লাহ আল ফারুক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত নয়।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এসবি/এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।