ঢাকা, সোমবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ৩৬টি পেট্রোল বোমা উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
ফেনীতে ৩৬টি পেট্রোল বোমা উদ্ধার 

ফেনী: ফেনী পৌর শহরের ফলেশ্বর পলিটেকনিক ইন্সটিটিউট মোড় এলাকা থেকে ৩৬টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব-০৭) ফেনী ক্যাম্পের সদস্যরা।

রোববার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়। র‌্যাব-০৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম সোমবার (৩১ ডিসেম্বর) সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচন পরবর্তী নাশকতার জন্য রাখা হয়েছিল এ ৩৬টি পেট্রোল বোমা। তবে কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, ওই এলাকার ফলেশ্বরে ফেনী-০২ আসনের বিএনপি সমর্থিত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির বাড়ি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।