অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সৈকতের উন্মুক্ত মঞ্চ বা হোটেল-মোটেলের ইনডোর আয়োজনেও কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক যেকোনো আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এছাড়াও শুক্রবার (২৮ ডিসেম্বর) থেকে সোমবার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।
কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বাংলানিউজকে বলেন, প্রতিবার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে ঘিরে কনসার্টসহ বিনোদনমূলক নানা ব্যবস্থা থাকে। লাখো পর্যটক এখানে সমাগম হয়। কিন্তু এবার নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে থার্টি ফার্স্ট নাইটে এবার কোনো আয়োজন থাকছে না।
তিনি আরও বলেন, যেহেতু আগের দিন ৩০ ডিসেম্বর নির্বাচন ও এর ফলাফল তৈরিতে অনেক রাত পর্যন্ত সময় লেগে যায়। এ প্রক্রিয়ায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সবাইকে ব্যস্ত থাকতে হবে। এমনকি পর্যটকদের যারা নিরাপত্তা দেবে টুরিস্ট পুলিশও এখানে ব্যস্ত থাকবে, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা জারি করে। এ কারণে সোমবার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এএটি