ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, জানুয়ারি ১, ২০১৯
বাসাইলে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা নিহতের বাড়িতে জনগণের ভিড়। ছবি-বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে মনোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বাসাইল উপজেলার নথখোলা পৌলীপাড়ার বাড়ি থেকে তার মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মনোয়ারা ওই এলাকার সৌদি প্রবাসী ধলা খানের স্ত্রী।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বাংলানিউজকে জানান, মনোয়ারার স্বামী ধলা খান ও ছেলে আল-আমীন দীর্ঘদিন ধরে সৌদি থাকেন। তিনি একাই বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন ঘরের খোলা দরজা দিয়ে ভেতরে মনোয়ারার গলা কাটা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।  

ওসি আরো জানান, জমি নিয়ে মনোয়ারার সঙ্গে এক প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।