ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ককটেল ও জিহাদি বইসহ ৬ যুবক আটক

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
কেরানীগঞ্জে ককটেল ও জিহাদি বইসহ ৬ যুবক আটক

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে চারটি ককটেল ও বিপুল পরিমাণ জিহাদি বইসহ ৬ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ ডিসেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিংয়ের জনৈক আব্দুল মজিদ মিয়ার সপ্তম তলা ভবনের তৃতীয় তলা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর  এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মো. জয়নাল আবেদীন (৫২), একই উপজেলার দক্ষিণ ইছবপুর এলাকার মৃত শেখ ফজুলুর রহমানের ছেলে মো. আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলার সদর থানার ঢালীবাড়ী এলাকার মো. ইয়াছিন আলীর ছেলে মো. তারিকুল ইসলাম (৩০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নেপারপুচি এলাকার মোবারক আলীর ছেলে মো. আল আমিন (২৫), কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ভুচ্ছি এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে আবু তাহের (২২) ও চাদপুর জেলার হাজীগঞ্জ থানার মহেশপুর এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে মো. কামরুজ্জামান শামীম।  

ওসি শাহ্ জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় চারটি ককটেল বিপুল পরিমাণ জিহাদী বই ও প্রশিক্ষণ সরঞ্জামাদীসহ ছয় জনকে আটক করা হয়।  

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) ইমরান উকিল বাদী হয়ে আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ধারণা করা হচ্ছে তারা জামায়াত-শিবিরের সদস্য, নাশকতার পরিকল্পনা নিয়ে তারা এলাকায় জড়ো হয়েছিলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।