ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
রাজশাহীতে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ  নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণ চলছে-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণের জন্য অভিযান শুরু করেছে সিটি করপোরেশন। বুধবার (২ জানুয়ারি) সকাল থেকে মহানগরীর প্রধান প্রধান সড়ক থেকে পোস্টার অপসারণ করা হয়। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলবে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা নিজস্ব পরিবহন নিয়ে এই অভিযান শুরু করেন।  

মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, কুমারপাড়া, আলুপট্টি, তালাইমারী, কাটাখালী, কোর্টচত্ত্বর, লক্ষ্মীপুর, সিএনবির মোড়, কাদিরগঞ্জ, গৌরহাঙ্গা, শিরোইল বাস টার্মিনাল, ভদ্রা, শালবাগান, নওদাপাড়া ও নিউমার্কেটসহ বিভিন্ন প্রধান সড়কে অভিযান চালায়।

এ সময় রাস্তার দু’পাশে টানানো বিভিন্ন প্রার্থীর নির্বাচনী পোস্টার-ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন অপসারণ করা হয়। দেয়ালে সাঁটানো পোস্টারগুলোও তুলে ফেলা হয়।

জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন ডলার বাংলানিউজকে বলেন, সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজশাহী এখন ব্যানার-পোস্টারের নগরীতে পরিণত হয়েছে।

পুরো নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ছেয়ে আছে। নগরীর সৌন্দর্য ফেরাতে ও পরিবেশ রক্ষায় ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য নির্দেশনা রয়েছে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এই নির্দেশনা দিয়েছেন।  

তার নির্দেশনার পরিপ্রেক্ষিতে সকাল থেকে অভিযান শুরু হয়েছে। তবে ৪৮ ঘণ্টার আগেই সব নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।