বুধবার (২ জানুয়ারি) সকাল ১১টায় ফতুল্লার পশ্চিম রসুলপুরের আব্দুল মান্নানের বাড়িতে এ ঘটনা ঘটে।
এতে আহত হয় ওই বাড়ির ভাড়াটিয়া দিনমজুর টিটু মিয়ার দুই ছেলে আসিফ (৫) ও আরিফ(৩) এবং একই বাড়ির ভাড়াটিয়া সিকিউরিটি গার্ড আবুল হোসেনের মেয়ে আঁখি (১২)।
বাড়িওয়ালা জানান, বাড়ির পাশে একটি ময়লার স্তূপ থেকে ক্রিকেট খেলার বলের মতো দেখতে চারটি বল কুড়িয়ে নিয়ে আসে তিন শিশু। এরপর ঘরের ভেতরেই খেলার সময় একটির বিস্ফেরণ ঘটলে বিকট শব্দ হয়। এতে আশপাশের লোকজন ছুটে এসে তিন শিশুকে কান্না করতে দেখে। তাদের মধ্যে আঁখির মুখ ও অন্য দুই শিশুর শরীর ও হাত-পা পুড়ে গেছে বলে তারা দেখতে পায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশনস অ্যান্ড কমিউনিটি পুলিশিং) গোলাম মোস্তফা বলেন, চারটি বোমার মধ্যে একটির বিস্ফোরণ ঘটেছে আর তিনটি আমরা উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৯
আরআর