বুধবার (২ জানুয়ারি) বিকেলে শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশনের তাম্বলবুনিয়া এলাকায় বড়শি দিয়ে মাছধরার সময় বাঘের আক্রমণের শিকার হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মাসুমের ভাই জাহিদুল হাওলাদার বাংলানিউজকে জানান, ধানসাগর স্টেশন থেকে পাস-পারমিট (অনুমতি) নিয়ে সুন্দরবনে বড়শি দিয়ে মাছ ধরতে ছোট নৌকায় করে তাম্বলবুনিয়া এলাকায় যান। বিকেলে খালে জাল ফেলে মাছ ধরছিলেন জাহিদুল এবং খালের চরে ছিল মাসুম। এসময় সুন্দরবনের ভেতর থেকে হঠাৎ করে একটি বাঘ এসে মাসুমকে আক্রমণ করে। মাসুমের সঙ্গে বাঘের ধ্বস্তাধস্তি চলতে থাকে। পরে আশপাশে থাকা জেলেরা ছুটে আসলে মাসুমকে ছেড়ে বনের মধ্যে চলে যায় বাঘটি। ততক্ষণে মাসুমের হাত ও শরীরের কয়েক জায়গায় কামড়ে দেয় বাঘটি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রিপন নাথ বাংলানিউজকে বলেন, মাসুমের বাম হাতসহ শরীরের কয়েকটি স্থানে ক্ষত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ওই জেলে আশঙ্কামুক্ত রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
জিপি