বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিকেলের দিকে উপ-পরিদর্শক (এসআই) জাহিদের নেতৃত্বে ডিবি পুলিশের চৌকস একটি দল এ অভিযান পরিচালনা করে।
ইউপি চেয়ারম্যান টিপুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে— ‘চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা তার হাত ধরেই ব্যাপকভাবে বিস্তার ঘটেছে। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জসহ গোটা উত্তরাঞ্চলেই রয়েছে টিপুর মাদকের বিশাল নেটওয়ার্ক। মাদকবিরোধী অভিযানে আত্মগোপনে থাকলেও নির্বাচনের আগে তাকে এলাকাতেই অবস্থান করতে দেখা যায়’।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৯
জিপি