বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) রাতে এক বার্তায় তিনি এ শোক জানান।
শোকবার্তায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘জাতীয় চার নেতার অন্যতম শহীদ সৈয়দ নজরুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র।
জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে লিটন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে সৈয়দ আশরাফুল ইসলামের অসামান্য অবদান এবং ১/১১ এর সময় তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা জাতি চিরকাল স্মরণ করবে। আমি বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দ আশরাফুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। ’
বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলামের জীবনাবসান ঘটে। ফুসফুসে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এসএস/এমএ