শুক্রবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আসার পথে লঞ্চ দু’টি আটকা পড়ে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার ইউনুস হোসাইন বাংলানিউজকে জানান, নাব্যতা সংকটের কারণে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীর ডুবোচরে এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামের দু’টি লঞ্চ আটকা পড়েছে।
আটকা পড়ার পর দীর্ঘক্ষণ চেষ্টা করেও লঞ্চ দু’টি ডুবোচর থেকে নামানো যায়নি। এখন জোয়ারের জন্য রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানান তিনি।
এদিকে, জামাল-৫ লঞ্চের স্টাফ জামাল হোসেন জানান, নদীতে পানি কম থাকার কারণে লঞ্চ চালনা করা সম্ভব না হওয়ায় এখন কারখানা নদীতে এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চ তীরে নোঙর করে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৯
এমএস/ওএইচ/