ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিচয় মিলেছে সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহতদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
পরিচয় মিলেছে সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহতদের 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত পিকআপ ভ্যানের চালকসহ তিন জনের পরিচয় মিলেছে।

শনিবার (৫ জানুয়ারি) সকালে নিহতদের স্বজনরা এসে তাদের মরদেহ শনাক্ত করেন।
 
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার এনায়েতপুর গ্রামের ইদ্রিস আলী (৬০) ও তার ছেলে মঞ্জু হোসেন (২৮) এবং পিকআপ চালক একই জেলার সন্তোষ গ্রামের টিটু হোসেনের ছেলে রাজু হোসেন (২৭)।

এর আগে শনিবার (৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমরে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়।      

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।     

** সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত তিন 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।