ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় শতবর্ষী বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
লোহাগড়ায় শতবর্ষী বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় শতবর্ষী বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল-বাগডাঙ্গা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ধারণা করা হচ্ছে শুক্রবার দিনগত রাতে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত বৃদ্ধার নাম হাজেরা বেগম (১০২)। তিনি ওই গ্রামের মৃত আমির হোসেনের স্ত্রী।

পুলিশ ও ওই নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বৃদ্ধা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে স্বজনরা। পরে বাড়ির পাশে পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।  

জমি-জমা নিয়ে ওই বৃদ্ধার নাতিদের সঙ্গে তার ছেলেদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এলাকাবাসী ও পুলিশের ধারণা আক্রশবশত তার স্বজনরা এ ঘটনা ঘটিয়েছে।  

পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।