ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাকশীতে রেল শ্রমিক লীগের বিক্ষোভ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
পাকশীতে রেল শ্রমিক লীগের বিক্ষোভ পাকশীতে রেল শ্রমিক লীগের বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): পয়েন্টম্যান থেকে টেনস ক্লার্ক পদে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়ায় তা বাতিলের দাবিতে রেলওয়ে পাকশী ও ঈশ্বরদী শাখার শ্রমিক লীগ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে। দাবি আদায়ে সাতদিনের আলটিমেটামও বেঁধে দিয়েছে তারা। 

রোববার (৬ জানুয়ারি) দুপুরে পাবনা ঈশ্বরদীর পাকশীতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে শ্রমিক লীগের নেতা-কর্মীরা।

রেলওয়ে শ্রমিক লীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপনের সভাপতিত্বে আগামী সাত দিনের মধ্যে নিয়মবহির্ভূতভাবে দেওয়া পদোন্নতি বাতিল করে পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা গ্রহণ ও (বিভাগীয় পরিবহন কর্মকর্তা) ডিটিও স্বেচ্ছায় বদলির আলটিমেটাম দিয়ে পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান মিলন, শ্রমিক লীগের নেতা হামিদুল ইসলাম, সেন্টু বিশ্বাস, রুহুল আমিন, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম, সাগর হোসেন, আসাদুল ইসলাম আশা বক্তব্য রাখেন।

তার আগে ঈশ্বরদী ও পাকশী রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা পাকশী রেলওয়ে বিভাগীয় দফতরের সামনে থেকে একটি মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় পরিবহন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় বিক্ষুব্ধ কর্মীরা রেলওয়ে কর্মকর্তাদের বিরুদ্ধে স্লোগান ও অশ্লীল গালিগালাজ করতে থাকে। এসময় রেলওয়ে খালাসী নুরুল আমিন বিভাগীয় কন্ট্রোল অফিসের ভেতর ঢুকে সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনকে লাঞ্ছিত করে ও প্রধান সহকারী মাসুদ ইকবালকে মারপিট করে আহত করে।

পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার বাংলানিউজকে জানান, রোববার পয়েন্টম্যান থেকে টেনস ক্লার্ক পদে পদোন্নতি পরীক্ষা নেওয়ার কথা ছিল। অথচ পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) সংস্থাপন ডিলার ছাড়াই নিয়মবহির্ভূতভাবে গত ২৭ ডিসেম্বর সংশ্লিষ্ট দফতরের সার্ভিস রেকর্ড ছাড়াই তড়িঘড়ি করে রাতের আঁধারে মাত্র এক ঘণ্টার সিদ্ধান্তে পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা উৎকোচ নিয়ে ২৯ জনের পরীক্ষা নেন এবং ১২ জনকে পদোন্নতি দেন। ৫৫ জন পরীক্ষার্থী অংশ  নেওয়ার কথা থাকলেও খবর না পৌঁছানোর কারণে মাত্র ২৯ জন অংশ নেন। তাদের মধ্যে থেকে যেসব রেলওয়ে কর্মচারীদের পদোন্নতি দেওয়া হয়েছে, তারা রেলওয়ে কর্মচারী হলেও তাদের দিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা নিজেদের বাসায় চাকর-চাকরানীর মতো অনেককে কাজ করাতেন। ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পরীক্ষা নেওয়ায় অনেকে উপস্থিত হতে পারেনি। পদোন্নতি বাতিল করে স্বচ্ছভাবে পরীক্ষার দাবি ও দুর্নীতিবাজ বিভাগীয় পরিবহন কর্মকর্তার স্বেচ্ছায় বদলি নিয়ে অন্যত্র চলে যাওয়ার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ।  
আগামী সাতদিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। এই সাতদিনের মধ্যে অন্যত্র চলে না গেলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে পাকশী রেলওয়ে পরিবহন বিভাগের বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা (ডিটিও) নাসির উদ্দিন ও প্রধান সহকারী মাসুদ ইকবালকে লাঞ্ছিত ও মারপিটের বিষয়টি অস্বীকার করেন পাকশী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি ইকবাল হায়দার।
             
পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল-মামুন বাংলানিউজকে বলেন, একটি মামলার ঘটনায় নাটোর জেলা জজ আদালতে রয়েছি। রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিনসহ এক কর্মচারীকে মারপিট করা হয়েছে কন্ট্রোল অফিসের ভেতর ঢুকে। পাকশী বিভাগীয় দফতরের প্রধান দু’টি অফিসে এখন অচলাবস্থা বিরাজ করছে। পদোন্নতি পরীক্ষা প্রায় দেড় বছর ধরে ঝুলন্ত ছিল। তাই সিদ্ধান্ত মোতাবেক ৩৫ জনের মধ্যে ২৯ জনের পরীক্ষা নেওয়া হয়েছে। ১২ জন পদোন্নতি পাওয়া কর্মচারীদের ফলাফল শিগগিরই ঘোষণা করা হবে।  

তবে তিনি উৎকোচ গ্রহণের বিষয়টি অস্বীকার করেন।  

পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম বাংলানিউজকে বলেন, রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীর ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিয়ম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মেধা ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরাই পদোন্নতি পাবে।  

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।