ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৯
শপথ নিতে বঙ্গভবনে শেখ হাসিনা বঙ্গভবনে প্রবেশ করছে প্রধানমন্ত্রীর গাড়িবহর/ ছবি- শাকিল

ঢাকা: একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

এলক্ষ্যে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে সোমবার (০৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টা নাগাদ বঙ্গভবনে প্রবেশ করেন শেখ হাসিনা। এরইমধ্যে নতুন মন্ত্রিপরিষদে ডাক পাওয়া অনেক মন্ত্রীও বঙ্গভবনে প্রবেশ করেছেন।

বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।

রোববার (০৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের মন্ত্রিপরিষদ ঘোষণা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শফিউল আলম। যেখানে বাদ পড়েছেন দশম সংসদের অনেক ‘হেভিওয়েট’। আর যুক্ত হয়েছে অনেক নতুন ও তরুণ মুখ।

গত ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী নেতৃত্বধানী মহাজোট ২৮৮টি আসনে বিজয়ী হয়।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।