সোমবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পাঙ্খারবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমিহীন কমিটি সমাবেশের আয়োজন করে।
উপজেলা ভূমিহীন সংগঠনের সভাপতি ছেরাজুল হক খোকনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ‘উন্নয়ন সংস্থা নিজেরা করি’র সমন্বয়ক খুশি কবির।
সমাবেশে বক্তব্য রাখেন- মানবাধিকার আইনজীবী সমিতির নির্বাহী সদস্য সালমা আলী, ভূমিহীন নেতা শাহানা আক্তার, ইব্রাহিম খলিল ও নূর উদ্দিন প্রমুখ।
বক্তারা গণধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন। একই সঙ্গে স্বাধীন দেশে নারীদের নিরাপত্তার দাবিও জানান।
গত ৩০ ডিসেম্বর ভোটের দিন ওই নারীকে ভোটকেন্দ্রে হুমকি দেওয়ার পর রাতে তার বাড়িতে হামলা চালায় ১০ স্থানীয় সন্ত্রাসীরা। তারা সেই নারীর স্বামী-সন্তানকে বেঁধে তাকে গণধর্ষণ করে এবং জখম করে রেখে চলে যায়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্তদের পরিচয় ক্ষমতাসীন দলের হলেও আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এ ধরনের অপরাধের ব্যাপারে কঠোর অবস্থানে সরকার এবং অপরাধীরা ছাড় পাবে না। এ ঘটনায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্ত রুহুল আমিনসহ বেশ ক’জন গ্রেফতার হয়েছে। এমনকি রুহুল আমিনকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এসআরএস