ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

কালকিনিতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৮, জানুয়ারি ৮, ২০১৯
কালকিনিতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে পানিতে ডুবে কানিজ (৩) ও রুশান (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাইবোন। 

মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কালকিনি উপজেলার পৌরসভার চর ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত কানিজের বাবা কামাল বেপারী জানান, দুপুরে চর ঝাউতলা এলাকার কামাল বেপারীর মেয়ে কানিজ ও কাইয়ুম সরদারের ছেলে রুশান খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

এদিকে, দীর্ঘক্ষণ তাদের না দেখে বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে মৃত অবস্থায় তাদের পাওয়া যায়।  

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।