মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্বতন্ত্রপ্রার্থী মঈনউদ্দিন (৫০), চরচারতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এস এম কবির (৫২), শ্যালক কানন মিয়া (২৮), আওয়ামী লীগ নেতা জব্বার মিয়া (৬০), যুবলীগ নেতা হেফজু মিয়া (৩২), সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা হাফিজুর রহমান (৩২) ও কাপ্তান মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুরে মঈনউদ্দিন নিজের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে উপজেলার সোনারামপুর সেতু পার হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আশুগঞ্জের উজান-ভাটি সেতুর দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তার গাড়িকে ধাক্কা দেয়। এসময় ট্রাকটি উল্টে মঈনউদ্দিনের গাড়ি ও পেছনে থাকা তিনটি মোটরসাইকেলের ওপর পড়ে যায়। এতে প্রার্থী মঈনসহ ওই সাতজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে গুরুতর আহত হাফিজ ও কাপ্তানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এসআরএস