সংশ্লিষ্ট সূত্র বলছে, পর্ষদ সদস্য জামালুদ্দিন আহমেদের শ্বাশুড়ি ইন্তেকাল করায় তিনি বৈঠকে যোগ দেননি। বোর্ডের একজন সদস্য দেশের বাইরে রয়েছেন।
এদিকে এই বোর্ড সভায় নতুন ব্যাংক হিসেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের লেটার অব ইনট্যান্ট অনুমোদন হওয়ার কথা ছিল। যা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বোর্ড সভায় নীতিগতভাবে সমর্থন দেওয়া হয়।
পিপলস ও সিটিজেনস ব্যাংকের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিলো। এর বাইরে ছিলো চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধ্বে (জানুয়ারি-জুন) মুদ্রানীতির বিষয়টি।
বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সদস্য সাতজন। পর্ষদে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সচিব মোশাররফ হোসেন ভূঁইঁয়া, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের সচিব আবদুর রউফ তালুকদার, পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, রুশিদান ইসলাম রহমান, জামালুদ্দিন আহমেদ ও একেএম আফতাব উল ইসলাম। আর পদাধিকার বলে বোর্ডের চেয়ারম্যান হন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এমএ/