বুধবার (৯ জানুয়ারি) দুপুরে ‘জনউদ্যোগ, খুলনা’, ‘সেফ’ ও ‘হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটি’র উদ্যোগে মহানগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক কোনো দলের লোক কিংবা কোনো দলের নয়, এমন কোনো প্রশ্ন তোলার জায়গা নেই।
বক্তারা আরও বলেন, নাগরিক সংবেদনশীলতা ছড়িয়ে পড়া দরকার প্রতিদিনের বাস, ট্রেন, রিকশা, ভ্যান পর্যন্ত। যাতে অল্পবয়সী সাধারণ মেয়েরা পড়াশোনা, চাকরি বা বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য নিশ্চিন্তে নিরাপদে চলাচল করতে পারে।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলু। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট মোমিনুল ইসরাম।
সূচনা বক্তব্য রাখেন সেফের মো. আসাদুজ্জামান ও জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্র নাথ সেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সম্মিলিত জোটের নেতা শাহিন জামান পণ, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, বাসদের জনার্দন নান্টু, সিপিবির মিজানুর রহমান বাবু, এস এম চন্দন, জাতীয় পার্টির শাহ লায়েকউল্লাহ, নারী নেত্রী রেহেনা আক্তার, মনিরা সুলতানা, অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, সিলভী হারুণ, এস এম সোহরাব হোসেন, মহিউদ্দিন আহমেদ, শেখ আ. হালিম, আফজাল হোসেন রাজু, সাংবাদিক খলিলুর রহমান সুমন, সেফের দীপক কুমার দে, শাহ মো. অহিদুজ্জামান, হেদায়েত হোসেন, সালেহ আহমেদ, আসাদুর রহমান হাসান, মাহাফুজুর রহমান প্রমুখ।
সভায় সাতক্ষীরার আশাশুনিতে শিশু ধর্ষণকারীরও দ্রুত বিচার দাবি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমআরএম/ওএইচ/