বুধবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভাসোগলু।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এক বার্তায় বলেন, বিগত কয়েক বছর ধরে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফরে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। ড. মোমেনের নেতৃত্বে এ সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে ভিয়েতনামের উপ প্রধানমন্ত্রী এক বার্তায় বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হওয়ায় আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। তার নেতৃত্বে বাংলাদেশ-ভিয়েতনাম দুই দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ভিয়েতনামের উপপ্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
টিআর/এসএইচ