বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী এ সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার ৩০ ডিসেম্বরের অপকর্ম ঢাকতেই নতুন প্রহসন শুরু করেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রথম শহিদ সুমন। সুমনের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। শ্রমিকদের দাবি আদায় করা হবে।
গণতান্ত্রিক বাম জোটের গণসংহতি আন্দোলনের সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতা শাহ আলমের সভাপতিত্বে ও সাজ্জাদ জহির চন্দনের পরিচালনায় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা তাসলিমা আক্তার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সুব্রাংশ চক্রবর্তী, বিপ্লবী ওয়াকার্স পার্টির কমরেড সাইফুল হক, বাসদের বজলুর রশিদ প্রমুখ।
অপরদিকে একই সময়ে অপর পাশে সমাবেশ করে জাতীয় মুক্তি কাউন্সিল। 'শ্রমিক হত্যা, শ্রমিক নির্যাতন রুখে দাঁড়ান, ফ্যাসিবাদী শাসন উচ্ছেদে ঐক্যবদ্ধ হোন' এ দাবি জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিমের নেতৃত্বে বিক্ষোভ করে সংগঠনটির নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
টিএম/এসএইচ