ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভবনের ছাদ থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
ভবনের ছাদ থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুর-১ নম্বরে একটি ভবন থেকে ইট পড়ে আবদুল্লাহ নামে ১৬ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্ররাব (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে মিরপুরের ৬০ ফিট রাস্তা পাশে জোনাকি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবা কবির হোসেন বাংলানিউজকে জানান, সকালে আবদুল্লাহর খালা তামিম ‍সুলতানা তাকে কোলে নিয়ে বাসার সামনের গলিতে রোদ পোহাচ্ছিলেন।

এর পাশেই চারতলা ভবনের ছাদে শিশুরা খেলা করছিলো। হঠাৎ সেখান থেকে একটি ইট এসে আব্দুল্লাহর মুখে পড়ে। তাৎক্ষণিভাবে তাকে আগারগাঁও শিশু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে সেখানে অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।

পেশায় প্রাইভেটকার চালক কবির হোসেনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে জোনাকি রোড এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বাংলানিউজকে জানান, এটি একটি দুর্ঘটনা। যে শিশুটি মারা গেছে তার বয়স ১৬ দিন। যতটুকু জানতে পেরেছি, অন্য বাসার ছাদে শিশুরা খেলার সময় অসাবধানতাবশত একটি ইট নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।