ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রায়পুরে অস্ত্রসহ মাদ্রাসাছাত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
রায়পুরে অস্ত্রসহ মাদ্রাসাছাত্র আটক আটক মাদ্রাসাছাত্র। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে এলজিসহ রাকিব হোসেন রাব্বি (১৮) নামে এক মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে রায়পুর থানা পুলিশ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার রাখালিয়া বাজারের একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

রাব্বি পৌরসভার দেনায়েতপুর গ্রামের সর্দার বাড়ির মৃত হানিফ মিয়ার ছেলে। তিনি রায়পুর কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তাফা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রাখালিয়া বাজারে গুলি বিক্রেতা সেজে একটি এলজিসহ রাব্বিকে আটক করা হয়। শুক্রবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। দুপুরে ওই মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।