ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অহনাকে ঝুলিয়ে ট্রাক চালিয়েছেন, চালকের স্বীকারোক্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
অহনাকে ঝুলিয়ে ট্রাক চালিয়েছেন, চালকের স্বীকারোক্তি ...

ঢাকা: অভিনেত্রী অহনা রহমানকে ট্রাকের দরজায় ঝুলন্ত অবস্থায় রেখে ট্রাক চালিয়েছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ট্রাক চালক সুমন মিয়া।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ট্রাক চালক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলাটির তদন্ত কর্মকর্তা উত্তরা (পশ্চিম) থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর আদালতে আসামিকে হাজির করে জবানবন্দি রেকর্ড করতে আবেদন জানান।

আদালত জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত শনিবার সকালে রাজধানীর সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে উত্তরা (পশ্চিম) থানা পুলিশ। এর আগে শুক্রবার আশুলিয়া থেকে ট্রাক চালকের সহকারী মো. রোহানকে গ্রেফতার করা হয়। পরদিন শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন রোহান।

ট্রাক চালক সুমন মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, গত ৯ জানুয়ারি ভোর ৪টায় পাথর বোঝাই ট্রাকটির চালক ছিলেন তিনি। ওই সময় বেপরোয়া গতিতে এসে একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেন। এ সময় গাড়ি চালক অহনা রহমান গাড়ি চালাচ্ছিলেন। গাড়ি থেকে নেমে তিনি প্রতিবাদ করে তাকে (ট্রাক চালক) নামতে বলেন। তা না শুনে তিনি তর্কে লিপ্ত হন বলে স্বীকার করেন ট্রাক চালক সুমন।

এরপর অহনা রহমান ট্রাকের পাশের দরজায় উঠে ট্রাক চালককে আবারও নামতে বলেন। কিন্তু ট্রাক চালক তার কথা না শুনে তাকে দরজায় ঝুলন্ত অবস্থায় রেখেই ট্রাক ছেড়ে দেন। এ সময় অহনার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ট্রাকচালক জোরে ব্রেক করেন। এতে ট্রাকটি উল্টে যায়। অহনা ছিটকে রাস্তায় পড়ে আহত হন। ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যান।

মডেল ও টিভি অভিনেত্রী অহনাকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এমএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।