ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় আসছেন কোইকা প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
ঢাকায় আসছেন কোইকা প্রেসিডেন্ট লি মাই কুয়াং

ঢাকা: কোরীয় আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকা’র প্রেসিডেন্ট লি মাই কুয়াং আগামী ২০ জানুয়ারি চারদিনের সফরে ঢাকায় আসছেন। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। 

কূটনৈতিক সূত্র জানায়, কোইকা প্রেসিডেন্ট ৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও বাংলাদেশে কোরিয়ার সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প দেখবেন।

এছাড়া সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

১৯৯৩ সালে কোয়িকা প্রতিষ্ঠিত হওয়ার পর বাংলাদেশে এবারই প্রথম কোইকা প্রেসিডেন্ট সফরে আসছেন। বাংলাদেশে কোইকার বিপুল অর্থের বিনিয়োগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।