ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ আটক ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিলসহ তিন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে টোল প্লাজার পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জুড়পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে রাজু আহম্মেদ (২৩) ও তার স্ত্রী মায়া আক্তার রিনা প্রামাণিক এবং বগুড়ার গাবতলী উপজেলার পাড়া বাইলা গ্রামের মৃত সোবাহান প্রামাণিকের ছেলে আবু তালেব (৪৩)।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম টোল প্লাজার পাশে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল, তিনটি মোবাইল ফোন সেট ও নগদ টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।