নিহত যুবকের নাম জেনারুল। তিনি ওই উপজেলার ৪ নম্বর ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের তোফা মিয়ার ছেলে।
মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরের দিকে মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নম্বর সীমান্ত পিলারের কাছে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।
জানা যায়, মঙ্গলবার ভোরের দিকে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী হরিপুরের মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নম্বর পিলারের পাশ দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করেন। এসময় মালদ্বখন্ড ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অবস্থা বেগতিক দেখে অন্যরা পালিয়ে আসে।
৪২ বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জেনারুলকে হত্যার ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, সব প্রকার প্রক্রিয়া শেষ করে বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।
এরআগে গত ১৮ জানুয়ারি (শুক্রবার) ভোরে ধর্মগড় সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়। ওইদিন ভোরে জাহাঙ্গীরসহ কয়েকজন মিলে ধর্মগড় সীমান্তের ৩৭২ পিলার সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে জাহাঙ্গীর মারা যান।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
জিপি