ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকা থেকে শাহ আলম (২৮) নামে বাংলাদেশি এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার পাড়িয়া ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। শাহ আলম কান্তিভিটা গ্রামের কাইয়ুম আহমেদের ছেলে।

বিজিবি’র কান্তিভিটা ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওয়াহেদ জামান বাংলানিউজকে জানান,  শাহ আলম ভারতে রাজমিস্ত্রীর কাজ করতেন। বুধবার রাতে বাড়িতে ফেরার পথে কান্তিভিটা ক্যাম্পের ৩৯০/২-এস পিলারের বিপরীতে ভারতের হাটখোলা সীমান্তের ১০০ গজ ভেতর থেকে তাকে ধরে নিয়ে যায় ভারতের খোলাহাটি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।