রোববার (২৭ জানুয়ারি) টঙ্গী থানার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধসহ দেশের যেকোন ক্রান্তিকালে পুলিশ বাহিনী উজ্জ্বল ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তাই পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
তিনি গাজীপুরকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি পুলিশের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম. বেলালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর প্রমুখ।
পুলিশ সেবা সপ্তাহ ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ২ ফেব্রুয়ারি শেষ হবে। এ সপ্তাহ উপলক্ষে রক্তদান, শীতবস্ত্র বিতরণসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
এসএম/আরআর