রোববার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক থেকে মুক্তি পান।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যারিস্টার মইনুলের পাঁচটি মামলার কাগজপত্র আমাদের কাছে পৌঁছেছে।
প্রায় তিন মাস আগে একাত্তর টেলিভিশনের একটি টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন। সে ঘটনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ২০টি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় গত ২২ অক্টোবর মইনুল গ্রেফতার হন।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
টিআর/এএ