রোববার (২৭ জানুয়ারি) বিকেলে একই এলাকার বাবলাতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার নূর একই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার মান্দারী ইউনিয়নের বাবলাতলা এলাকার একটি প্রতিবন্ধী শিশুকে বলাৎকারের অভিযোগ এনে নূরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা জয়নালসহ কয়েকজন নূরকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অভিযোগ করে মালেকা বেগম বলেন, আমি সকালে ভিক্ষা করার জন্য বের হয়ে যাই। বিকেলে বাড়িতে ফিরে শুনি জয়নালসহ কয়েকজন নূরকে পিটিয়ে আহত করেছে। পরে পুলিশ এসে আমার ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমি থানায় গিয়ে ছেলেকে নিয়ে আসি। কিন্তু ছেলের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বের হতে পারছি না। জয়নালসহ তার লোকজন বাধা দিচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিনের ফোনে একাধিকবার কল করেও কথা বলা সম্ভব হয়নি।
জানতে চাইলে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু জানান, বিষয়টি আমার জানা নেই। ঘটনাটি জানার চেষ্টা করছি।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওয়াসীম বলেন, শিশুটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরে চিকিৎসার জন্য তার মায়ের দায়িত্বে পাঠানো হয়। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, জানুয়ারির ২৮, ২০১৯
এসআর/এএ