ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে মহাফেজখানায় প্রবেশ করায় অর্থদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
অবৈধভাবে মহাফেজখানায় প্রবেশ করায় অর্থদণ্ড অবৈধভাবে মহাফেজখানায় প্রবেশ করায় অর্থদণ্ড-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল জেলা মহাফেজখানার (রেকর্ড রুম) দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে কাজে বাধা দেওয়ায় একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ওই দণ্ড দেওয়া হয়।

জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিয়ালগুনি এলাকার মৃত আলী মোকছেদের ছেলে মো. মোয়াজ্জেম হোসেন বরিশাল জেলা মহাফেজখানার দেয়াল টপকে অবৈধভাবে ভেতরে প্রবেশ করে কর্মচারীদের কাজে বিঘ্ন সৃষ্টি করেন ও বাধা দেন।

তাৎক্ষণিক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করেন এবং দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ১৮৬ মোতাবেক ৫ শ’ টাকা জরিমানা করেন ও ভবিষ্যতের জন্য সতর্ক করে ছেড়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জেলা রেকর্ড রুম একটি সংরক্ষিত এলাকা। ভবিষ্যতেও এখানে বহিরাগত ব্যক্তি প্রবেশ করে কাজে বাধা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএস/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।