২০১৭ অর্থবছরের কার্যকরী পরিষদের আরো ১৪ জনকে বিবাদী করে দেওয়ানি আদালতে এ মামলা করেন সাইফুল ইসলাম নামে এক আইনজীবী।
সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।
বাংলানিউজকে তিনি বলেন, ২০১৭ অর্থবছরে সমিতির কল্যাণ তহবিলের ৫০ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা হিসেবে থাকলেও ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি। এ ঘটনায় বিগত দুই মাস আগে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর মিজানুর রহমানকে ৫২ জন আইনজীবী স্বাক্ষরিত একটি উকিল নোটিশ দেওয়া হয়।
‘কিন্তু তিনি ওই নোটিশের কোনো উত্তর দেননি। তাই কল্যাণ তহবিলের টাকা উদ্ধারের জন্য আদালতে এ মামলা করা হয়েছে। ’
অ্যাডভোকেট মুকুল বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি শুনানীর জন্য দিন ধার্য করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এমএ/