সোমবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় শহরের পুরানথানা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহদী হাসান।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহদী হাসান জানান, অভিযানে ভেজাল ও নিম্নমানের সবজি বীজ ও অনুমোদনহীন প্যাকেটজাত বীজ বিক্রির অপরাধে শহরের পুরানথানা এলাকার বিসমিল্লাহ বীজ ভাণ্ডারকে আট হাজার, আমানত বীজ ভাণ্ডারকে পাঁচ হাজার ও কিশোরগঞ্জ বীজ ভাণ্ডারকে দুই হাজারসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
এসআরএস