ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাঙনের কবলে দ্বীপ ইউনিয়ন গাবুরার চৌদ্দরশি ব্রিজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
ভাঙনের কবলে দ্বীপ ইউনিয়ন গাবুরার চৌদ্দরশি ব্রিজ  ভাঙন কবলিত ব্রিজ। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার চৌদ্দরশি ব্রিজ। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। ঘটছে দুর্ঘটনাও। 

জানা গেছে, শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম চৌদ্দরশি ব্রিজ। গাবুরা-পদ্মপুকুর সড়কে কপোতাক্ষ ও খোলপাটুয়া নদীর সংযোগ, চৌদ্দরশি নদীর উপর নির্মিত এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় ১২০ মিটার।

২০০৮-০৯ অর্থবছরে নির্মিত ব্রিজটির গাবুরার পাড় থেকে কয়েকশ’ গজ ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফাটল দেখা দিয়েছে ব্রিজে। ঝুঁকি ও ভয় নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে সাধারণ মানুষ।  

গাবুরার শহিদ গাজী বাংলানিউজকে বলেন, অল্প অল্প করে ভাঙতে ভাঙতে এখন বিরাট আকার ধারণ করেছে। এখনই সংস্কারের উদ্যোগ না নিলে ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এতে দুই ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে।  
  
পদ্মপুকুর ইউনিয়নের বাসিন্দা পাতাখালি মাদ্রাসার শিক্ষক মাছুম বিল্লাহ বাংলানিউজকে জানান, ব্রিজটি দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে রাতে প্রায় দুর্ঘটনা ঘটছে।  

স্থানীয়দের অভিযোগ, প্রথম যখন ভাঙন দেখা দেয় অল্প কাজ করলে সমস্যা হতো না। কিন্তু ইউনিয়ন পরিষদ ও কর্তৃপক্ষের অবহেলার কারণে আজ অনেক বড় ক্ষতির মুখে এলাকাবাসী।  

এ ব্যাপারে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বাংলানিউজকে বলেন, নদীর ভাঙনে চৌদ্দরশি ব্রিজ থেকে রাস্তার মাটি সরে গিয়ে ফাঁক হয়ে গেছে। বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে। কিন্তু এখনও সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি।  

তিনি আরো জানান, বর্তমানে ভাঙনের যে অবস্থা তা ইউনিয়ন পরিষদ থেকে সংস্কার করা সম্ভব নয়।  

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।