সোমবার (২৮ জানুয়ারি) রাতে প্রতিমন্ত্রী জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মুক্তাগাছা উপজেলা কল্যাণ সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুক্তাগাছা উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছায় একটি সংস্কৃতিপল্লী গড়ে তোলা হবে যেখানে উপজেলার সব সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করা হবে।
তিনি আরও বলেন, মুক্তাগাছার মণ্ডা একটি ঐতিহ্যবাহী খাবার। এটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রদানের চেষ্টা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তাগাছা শহীদ স্মৃতি কলেজে দুইটি নতুন একাডেমিক ভবন নির্মাণসহ এটিকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করা হবে।
মুক্তাগাছা উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মুশফিকুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. আবদুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপা, মুক্তাগাছা হাজী কাশেম আলী কলেজের অধ্যক্ষ এখলাসুর রহমান জুয়েল, সাবেক যুগ্মসচিব ক্যাপ্টেন জামিলুর রহমান, আর এ কে গ্রুপের পরিচালক জে রেজা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল উদ্দিন প্রমুখ৷
বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
আরএ