ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩ ফেনসিডিলসহ আটক তিনজন র‌্যাব হেফাজতে।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর মহাসড়কের রানীরহাট বাজার এলাকায় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাজাহানপুর উপজেলার পানাতাপাড়ার মৃত নরেন্দ্র বিশা দাসের ছেলে বাদল চন্দ্র দাস (৩০), আশেকপুর হিন্দুপাড়ার রাজেশ চন্দ্র রায়ের ছেলে রনজিত চন্দ্র রায় (৩৫) ও গন্ডগ্রাম কালিতলা মধ্যপাড়ার নীল কমল চন্দ্র মহন্তের ছেলে বিষ্ণ মহন্ত (২৫)।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার উপ-পরিচালক মেজর সাফায়াত আহাম্মদ সুমন বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার রানীরহাট বাজার এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল, দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান মেজর সুমন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এমবিএইচ/আরআইএস/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।