ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতে সীমান্তে ৬ বাংলাদেশির মৃত্যু, আসকের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
জানুয়ারিতে সীমান্তে ৬ বাংলাদেশির মৃত্যু, আসকের নিন্দা

ঢাকা: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ও নির্যাতনে চলতি জানুয়ারি মাসে ৬ বাংলাদেশির মৃত্যু হয়েছে উল্লেখ করে এ বিষয়ে গভীর উদ্বেগ ও নিন্দা জানিছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সংস্থাটির নির্বাহী পরিচালক শীপা হাফিজার দেওয়া এক বিবৃতিতে এ উদ্বেগ ও নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমসূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি মাসেই ঠাকুরগাঁওয়ে ৪ জন, নীলফামারী ও রাজশাহীতে যথাক্রমে ১ জন করে মোট ৬ বাংলাদেশির মৃত্যু ঘটেছে।

সীমান্তহত্যা বন্ধে ভারত সরকারের বারবার প্রতিশ্রুতি প্রদান করা সত্ত্বেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ’

আসক ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সীমান্তহত্যা বন্ধে দ্রুত জোরদার কূটনৈতিক প্রচেষ্টা চালানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।