মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন এ আদেশ দেন।
এর আগে সন্ধ্যায় ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় তিস্তা নদী থেকে বোমা মেশিনে পাথর ও বালু উত্তোলনের সময় চার শ্রমিককে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
সাজাপ্রাপ্তরা হলেন-পাশ্ববর্তী নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মাহাতাব হোসেন (৪২), আব্দুল হকের ছেলে আব্দুল হামিদ (৪৫), আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানী (৪৮) ও জহর উদ্দিনের ছেলে মজিবর রহমান (৫০)।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, বেশ কিছুদিন ধরে দোয়ানী এলাকায় তিস্তা নদীতে নৌকায় বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়।
পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরআর