ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে কারেন্ট জালসহ আটক ৮ জেলেকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
বরিশালে কারেন্ট জালসহ আটক ৮ জেলেকে জরিমানা

বরিশাল: বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জালসহ আটক আট জেলেকে তিন হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা কবির পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাদের এ দণ্ড প্রদান করা হয়।

এর আগে মঙ্গলবার দিনব্যাপী মৎস্য অধিদপ্তরের নেতৃত্বে মেঘনা নদীতে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, আটটি বেহেন্দি জাল ও ২ টি চরঘেরা জাল জব্দ করা হয়। পাশাপাশি আটক আটজনকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ  সময়: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।