ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
সাতক্ষীরায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ১  আটক প্রশ্নপত্র ফাঁসকারী

সাতক্ষীরা: ফেসবুকে ভুয়া মেসেঞ্জার গ্রুপ তৈরি করে আসন্ন এসএসসি পরীক্ষা ও অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইশতিয়াক হোসেন আহমেদ ইয়াকুব (১৮) নামে এ যুবককে আটক করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। 

মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে সাতক্ষীরা স্টেডিয়াম এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক ইশতিয়াক হোসেন আহমেদ ইয়াকুব রাজশাহী জেলার রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটপাড়া গ্রামের নুর আলম নান্টুর ছেলে।

তিনি বর্তমানে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন।  

বুধবার সকালে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে লে. কমান্ডার এএমএম জাহিদুল কবীর জানান, আটক ইশতিয়াক ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করার জন্য ফেসবুকে (sss xm 19k) একটি গ্রুপ তৈরি করে। ওই গ্রুপে সে প্রশ্নপত্র বিক্রয়ের জন্য স্ট্যাটাস দেয়। আগ্রহী প্রার্থীরা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করলে প্রতারক ইশতিয়াক একটি বিকাশ নম্বর (যার নং ০১৭৪৩৮৫৩৩৭৭) দিয়ে যোগাযোগ করতে বলে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যম থেকে ভুয়া প্রশ্নপত্র সংগ্রহ করে আগ্রহী এসএসসি পরীক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।