বুধবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় জয়পুরহাট জেলা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নীলফামারী সদর উপজেলার কিসমত দলুয়া গ্রামের আব্দুল গণির ছেলে শাকিল হোসেন (৩১) ও জয়পুরহাট সদরের দস্তপুর তাজপুর গ্রামের মৃত খাজামদ্দিনের ছেলে সানোয়ার হোসেন (৩৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী এলাকায় শাকিল ও সানোয়ার নামে দুই যুবক ৫ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল ও দুইটি ম্যাগজিন বিক্রির উদ্দেশে অবস্থান করছিল। বিষয়টি টের পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আসামিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের আটক করে।
জয়পুরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে সানোয়ার হোসেন পলাতক রয়েছে। তার অনুপস্থিতিতেই বিচারক তাকে ৭ বছরের কারাদণ্ড দেন।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএ