বুধবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার বোয়ালিয়া বাজারে পাগলা ও কুমারগাঁতী গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাগলা গ্রামের মানিক (২৫), রাসেল (২৬), শাহিন আলম (২২), হুমায়ন আহমেদ (২২), জিহাদ (১৬), অনিক (১৬), রানা (১৬), শাহিন (২২), কুমারগাঁতী গ্রামের বরাদ আলী (৪০), আলম (৩৬), সিয়াম (২০) ও গোলাম (৩৫)।
বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুমারগাঁতী ও পাগলা গ্রামের যুবকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। উভয়পক্ষের মুরুব্বিদের হস্তক্ষেপে সংঘর্ষ নিরসন হয়। বিষয়টি নিয়ে আজ বিকেলে সালিশ বৈঠকের কথা ছিল।
এরই জের ধরে বুধবার সকালে আবারও উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে ১০/১২ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ বলেন, সকালে দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ উস্কে দিতে কয়েকটি খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সংঘর্ষের জের ধরে দুর্বৃত্তরা বোয়ালিয়া বাজারে ৪টি খড়ের গাদা ও একটি ভলকানাইজিংয়ের দোকানে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
আরএ