বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের দেওয়া বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে এ লোগো বিকৃতি করা হয়।
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অস্তিত্ব, আবেগ, ভালোবাসার জায়গা। এ জায়গায় কেউ আঘাত করলে আমাদের অস্তিত্বে লাগে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো বিকৃত করে, তারা বিকৃত মস্তিষ্কের লোক। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন ভবিষ্যতে এমন ন্যক্কারজনক কাজ করতে কেউ সাহস না পায়।
এসময় উপ-স্কুল কার্যক্রম সম্পাদক সৈয়দ আরাফাত, আল মাসুদ সজীব, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
এসকেবি/ওএইচ/