বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে মেয়রের উপস্থিতিতে মার্কেটের সামনের দোকান ঘরের বর্ধিত অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। এসময় আম্বরখানা এলাকার চারপাশের ফুটপাত থেকে অবৈধ ব্যবসা উচ্ছেদ করে মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়েছে।
এর আগে সিসিক মেয়র আরিফ হযরত শাহজালাল (রহ.) এর মাজার এলাকার দু’পাশের অবৈধ স্থাপনা, বিলবোর্ড, দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ করেন।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সামিয়ানা টানিয়ে ব্যবসা বর্ধিত করা যাবে না। নগরীতে নির্ধারিত গাড়িস্ট্যান্ড ছাড়া রাস্তা দখল করে সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস স্ট্যান্ড বসানো যাবে না।
মেয়র বলেন, এই নগরী পরিষ্কার পরিছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। সিলেট হচ্ছে একটি পর্যটন নগরী। হযরত শাহজালাল (রহ.) শাহপরাণ (রহ.) সহ ৩৬০ আউলিয়ার এই পূণ্যভূমিতে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো পর্যটক বেড়াতে আসেন। নগরীর প্রতিটি এলাকা শৃঙ্খলার মধ্যে থাকলে সিলেট হবে একটি স্মার্ট সিটি। এরপর নগরীর বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র।
এসময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লৌদী, সৈয়দ তৌফিকুল হাদী, আম্বরখানা ও দরগাহ গেট এলাকার ব্যবসায়ী নেতারাসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেব, উপ সহকারী প্রকৌশলী মো. তানভীর আহমদ তানিম সহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এনইউ/এএটি